বার বছরের পলাতক আসামী রিজভী গ্রেফতার।

নারগিস পারভীন ঃ
সতেরটি মামলার আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী (৫৫) কে, গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা।

এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, ২১ শে নভেম্বর রবিবারে দীর্ঘ ১২ (বার) বছর যাবৎ পলাতক আসামিকে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সজিব মিয়া সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ সবুজ মিয়া, এসআই (নিঃ)/মোঃ আব্দুল হালিম, পিএসআই (নিঃ)/মোঃ মঞ্জুরুল ইসলামদের সহযোগিতায় আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী (৫৫) কে শের-ই-বাংলা নগর থানাধীন আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে ম্যাব গলির ভিতর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এতে আরও জানা যায়, আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সিআর মামলা নং-৭৭৯/১৩, ১৮৪/১৩, দায়রা মামলা নং-১৩৮৯৯/১৭, ২৩৬১৭/১৮,
সিআর মামলা নং (সাজা)-৫০৯/১৪, ৭৬৯/১৩, ১৮৬/১৩, ১৪৪৯/১২, ১৭৬১/১৩, ১৭৭/১৩, ৭৭০/১৩, ৩৫১/১৪, ৭৬৮/১৩, ১৪৫৫/১২, ১৪৫২/১২, ৫০৮/১৪, ১

৪৫২/১২, ৭৬৭/১৩, ৪৪/১৪, দায়রা মামলা নং-৭৭১৪/১৮, ১৩৯০২/১৭, ৫৬৯/১৭, ৪৪২০/১৭, ৫৬৬/১৭, ৫৬৭/১৭, ১৩৯০১/১৭, ১৩৮৮৪/১৭, ৯০৯৯/১৮, ২৭৭৩/১৮, ১৭৮০১/১৭, ৭৭৩৪/১৮, ১৭৮০১/১৭, ১৪৭১৬/১৭, ৯০৩৮/১৮ সংক্রান্তে সর্বমোট-১৭ (সতের) টি গ্রে

ফতারী পরোয়ানা নিউমার্কেট থানায় প্রাপ্ত হয়েছিল। উল্লেখ্য উক্ত পরোয়ানাভুক্ত আসামী বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে থাকায় বর্নিত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বর্ণিত আসামীকে গ্রেফতার করার লক্ষ্যে বাদীর নিকট থেকে বিজ্ঞ আদালত, সিডিএমএস, সিআইএমএস, সিডিআর, অনলাইন ফিনান্সিয়াল ট্রানজেকশন এবং বিভিন্ন ব্যাংক হইতে প্রাপ্ত তথ্য পর্যালোচনার মাধ্যমে আসামীর যাবতীয় তথ্য সংগ্রহ করে নিউ মার্কেট থানা এবং এক গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে অদ্য ২১-০১-২৪ ইং তারিখে আবিদ রেজা রিজভী (৫৫) কে শের-ই-বাংলা নগর থানাধীন আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে ম্যাব গলির ভিতর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় হয়েছে নিউমার্কেট থানা।
উক্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।