কবি রাজিব হাওলাদার: আলভি তুমি নেই বলেএত শূন্যতা এত হাহাকার এত আহাজারি করুণ হৃদয় এত মোনাজাত আলভি তুমি নেই বলে এত অন্ধকার এত আকুলতা এত একাকীত্ব বিবেকের তাড়নায় দিশাহারা ওলট-পালট এত প্রেম এত অনুভ। শুধু আলভি তুমি নেই বলে এত বিষাদ এত হতাশা এত অপূর্ণতা ভাগ্যিস আলভি তুমি নেই – যদি থেকে যাতিস