কনস্টেবল মেহেদী হাসানের বাম হাঁটুতে গুলি লেগেছে। আর উচ্ছেদের বিরোধিতাকারীদের ছোড়া ইটের আঘাতে মহিদুল ইসলাম নামে একজন পুলিশ পরিদর্শক আহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁও বাজার উচ্ছেদে অভিযান চলাকালে এক পুলিশ সদস্য কনস্টেবল গুলিতে আহত হয়েছেন। ২৪ বছর বয়সী এই কনস্টেবলের নাম মেহেদী হাসান। এ সময় উচ্ছেদের বিরোধিতাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘আজ (রোববার) বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খিলগাঁও বাজার বস্তি ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদের বিরোধিতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
‘হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে যাওয়ার সময় একটি গুলি কনস্টেবল মেহেদী হাসানের বাম হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
বাচ্চু মিয়া জানান, উচ্ছেদ অভিযান চলাকালে এর বিরোধিতাকারীদের ছোড়া ইটের আঘাতে সংশ্লিষ্ট শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশনস) মহিদুল ইসলাম আহত হন। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।