today visitors: 5073432

পদ্মায় ফেরিডুবি: আরও একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নং ফেরি ঘাটের অদূরে ছোট-বড় ৯টি ট্রাক নিয়ে পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুরে উদ্ধারকারী জাহাজ হামজা এ ট্রাক উদ্ধার করে। এ নিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে মোট চারটি ট্রাক উদ্ধার করা হলো।

অন্যদিকে নিখোঁজ ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবিরের সন্ধান এখনো মেলেনি।

 

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করছে ৬০ মেট্রিক টন করে ক্ষমতাসম্পন্ন হামজা, রুস্তম ও ২৫০ মেট্রিক টন ক্ষমতার প্রত্যয়। ফেরি উদ্ধারে গত শুক্রবার দুপুর থেকে মূল কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮ টায় তলা ফেটে ফেরিটি ধীরে ধীরে যানবাহন নিয়ে ডুবে যায়। পরে ফেরিতে থাকা ২০ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করে নৌ-পুলিশ।

দুর্ঘটনার মাত্র ২ ঘণ্টা পরেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছায়। পরদিন (বৃহস্পতিবার) দুপুরে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার কাজে অংশ নেয়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে কাজ চলছে। ফেরি উদ্ধারে আরও সময় লাগবে।