স্পোর্টস ডেস্ক :
আধুনিক ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ফরম্যাট টি-টোয়েন্টি। তবে মাঝে মধ্যে ক্রিকেটের অন্য সংস্করণেও টি-টোয়েন্টির মতো চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়। যেমনটি দেখা গিয়েছিল ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রে।ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করে এখন পর্যন্ত রেকর্ড ধরে রেখেছেন এবি ডি ভিলিয়ার্স।
২০১৫ সালের আজকের এই দিনে মাত্র ৩১ বলে শতরানের মাইলফলক ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সেই ম্যাচে ৪৩৯ রানের পাহাড় সংগ্রহ গড়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৯১ রানেই শেষ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তাতে ১৪৮ রানের বড় জয় পেয়েছিল প্রোটিয়ারা।
ম্যাচটিতে কেবল শতক নয়, ১৬ বলে অর্ধশতক করেও অনন্য রেকর্ডের খাতায় নাম লিখেয়েছিলেন প্রোটিয়া তারকা। তার আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়ার দখলে। উইন্ডিজের বিপক্ষের ওই ম্যাচে শেষ পর্যন্ত ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন ভিলিয়ার্স। যেখানে ৯টি চার ও ১৬টি ছক্কার মার ছিল। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে ২০১৯ সাল পর্যন্ত এই রেকর্ডটা নিজের নামে করে রেখেছিলেন ডি ভিলিয়ার্স। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইয়ন মরগান এক ইনিংসে ১৭টি ছক্কা মেরে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙ্গেন।
এ দিকে ডি ভিলিয়ার্সের এক বছর আগেই ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। তার সেই রেকর্ড ভাঙেন ডি ভিলিয়ার্স। এর আগে ১৯৯৬ সালে ৩৭ বলে এই মাইলফলক গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
Leave a Reply