today visitors: 5073432

আবারও ইনজুরিতে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক :

চোট ছাড়ছেই না নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনকে। গত আইপিএলে চোটে পড়েন উইলিয়ামসন। এরপর লম্বা পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিশ্বকাপে ফিরলেও চোটে পড়েন তিনি। এমন কী চোটের কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও খেলেননি তিনি।

পাকিস্তান সিরিজে ফিরলেও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কিউই অধিনায়ক। তাই দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব সামলান টিম সাউদি।

রোববার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা নে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।

দুজনের জুটি ভাঙে ৫৯ রানের মাথায় কনওয়ের বিদায়ে। আমির জামালের বলে কনওয়ে ক্যাচ দেন ২০ রান করে। এরপর কেইন উইলিয়ামসন ১৫ বলে ২৬ রান করেন। উইলিয়ামসন ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দশম ওভারে। আর মাঠে নামা হয়নি তার।

তার ইনজুরির বিষয়ে ব্ল্যাক ক্যাপস বোর্ড জানায়, উইলিয়ামসনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায় না বলেই তাকে আর মাঠে নামানো হয়নি।

নিউজিল্যান্ডের পক্ষে অ্যালেন খেলেন সর্বোচ্চ ৭৪ (৪১) রানের ইনিংস। এছাড়া ২৫ রান আসে মিচেল স্যান্টনারের ব্যাটে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দুই ওপেনার সিয়াম আইয়ুব ১ ও মোহাম্মদ রিজওয়ান ফিরেন ৭ রান করে। তবে বাবর আজম ও ফখর জামান লড়াই করেন লম্বা সময়। বাবর করেন ৪৩ বলে ৬৬ রান। ফখর খেলেন ২৫ বলে ৫০ রানের ইনিংস।

শেষ দিকে শাহীন আফ্রিদি করেন ১৩ বলে ২২ রান। এ ছাড়া বাকিরা ব্যর্থ হওয়ায় ১৯.৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ৪টি উইকেট নেন অ্যাডাম মিলনে।

পাঁচ ম্যাচ সিরিজে বাকি এখনও আরও ৩টি ম্যাচ। তবে বাকি ম্যাচগুলোতে কেইন উইলিয়ামসন খেলতে পারবেন কী না সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *