আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের দিল্লিতে ইসরাইল দূতাবাসের কাছে ‘বড় ধরনের’ বিস্ফোরণের এক খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তারা একটি ফোন কল পায়। অপরপ্রান্ত থেকে দাবি করা হয় যে, ইসরাইল দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে এসব সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃতি ও তীব্রতা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আশপাশের লোকজন বিকট শব্দ শুনতে পেয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের কন্ট্রোল রুমেও এ সংক্রান্ত কল এসেছে
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ এএনআইকে জানিয়েছেন, তারা দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ সংক্রান্ত একটি কল পেয়েছিলেন। তবে ঘটনাস্থলে ‘এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি’ বলে জানিয়েছেন তিনি।
কর্তৃপক্ষ এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।
এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দূতাবাসের সব কর্মী ‘অক্ষত’ আছেন।
দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বিকট শব্দটি ইসরাইল দূতাবাসের কাছেই হয়েছে। শব্দের কারণ অনুসন্ধান করা হচ্ছে ।
এছাড়া দিল্লি পুলিশের ক্রাইম ইউনিট এবং ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে।
Leave a Reply