today visitors: 5073432

পাকিস্তানের কোচিং প্যানেলে ফের পরিবর্তন

স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপে পর থেকে পরিবর্তনের ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। টিম ডিরেক্টর আর্থার ও প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের জায়গায় দলের প্রধান দুটি দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এ ছাড়াও উমর গুলকে পেস বোলিং কোচ, সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডাম হোলিওককে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি।

এবার আগামী মাসে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের হাই পারফরমেন্স কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক পেস অলরাউন্ডার ইয়াসির আরাফাত। নিউজিল্যান্ড সফরে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

চলতি অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের হাই পারফরমেন্স কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাইমন হেলমট। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে দায়িত্ব পালন করবেন না তিনি। এজন্য পাকিস্তান কোচিং প্যানেলে আরাফাতকে যুক্ত করা হয়েছে।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ৪১ বছর বয়সী আরাফাতের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি।

আসরে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এই পেসার। দেশের হয়ে তিন টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে ৯, ৪ ও ১৬ উইকেট শিকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *