today visitors: 5073432

ছক্কায় বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস ডেস্ক :

সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজে ছক্কা হয়েছে রেকর্ড ১২০টি, এর আগে কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে ১০০ ছক্কাও হয়নি।

রেকর্ড গড়া সিরিজে রানের বন্যা বইয়েছেন ব্যাটাররা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড তুলেছিল ২৬৭ রান। ওই ম্যাচে ইংলিশ ওপেনার ফিল সল্ট একাই হাঁকান ১০ ছক্কা। সিরিজ শেষে তার ছক্কার সংখ্যা ২২টি। দ্বিতীয় সর্বোচ্চ ১২টি করে ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন ও নিকোলাস পুরান।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল সার্বিয়া বনাম বুলগেরিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে। ২০২২ সালের ওই সিরিজে ৯৭টি ছক্কা হাঁকিয়েছিল দুদল, ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ছক্কা মেরেছিলেন লেসলি ডানবার (২৫)।

তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডের টি-টোয়েন্টি সিরিজটিও ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দখলে। গত বছরের শুরুর দিকেও ওই সিরিজে ৯৬টি ছক্কা হাঁকিয়েছিল তারা। যেখানে রভম্যান পাওয়েল একাই হাঁকান ১৪ ছক্কা, তার সতীর্থ পুরান ওভার বাউন্ডারি মেরেছিলেন ৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *