today visitors: 5073432

হাথুরুসিংহে প্রসঙ্গে সৌম্য ‘হয়ত সে আমাকে ভালো বোঝে’

স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার শিবিরের সবচেয়ে বাজে পারফরমার কে ছিল? বেশিরভাগই হয়ত সৌম্য সরকারের নামটাই বলবে। পঞ্চম বোলারের দায়িত্ব পেয়ে অকাতরে রান বিলিয়েছেন। ফিল্ডিংয়ে ছেড়েছেন সেঞ্চুরিয়ান উইল ইয়ং এবং কিউই অধিনায়ক টম লাথামের ক্যাচ। এরপর ব্যাটিংয়ে নেমে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য। এমন বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় ওয়ানডেতেও তার নাম দেখাটা অনেককেই বিরক্ত করেছে হয়ত। তবে সুযোগ পেয়ে সৌম্য যা করেছেন তাতে মুখ দেখাবার জো নেই সমালোচকদের।

সৌম্যর খারাপ সময়ে বারবার পাশে দাঁড়িয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
নেলসনে বুধবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বড় ব্যবধানে হারলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার।

এদিন বাকিদের ব্যর্থতা স্বত্বেও বাংলাদেশ বড় স্কোর গড়েছে মূলত সৌম্যর ব্যাটে ভর করেই। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সৌম্য। এটিই নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশীয় ব্যাটারের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস। প্রায় পাঁচ বছর পর ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য।

তবে প্রথম ওয়ানডের ব্যর্থতার পর এদিন সৌম্যর দলে সুযোগ পাওয়া নিয়েই শঙ্কা ছিল। আদতে এই ওয়ানডে সিরিজে সৌম্যর ডাক পাওয়াটাই এসেছিল চমক হয়ে। অনেকের দাবি, কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের খেলোয়াড় হওয়াতেই দলে ডাক পেয়েছেন সৌম্য।

হাথুরুসিংহের বিগত আমলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান সৌম্য। চলতি দফায় জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পরও সৌম্যকে বারবার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের সামনে সৌম্যের প্রসঙ্গ উঠলেও তিনি সে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ইনিংস খেলার পর মুখ খুলেছেন সৌম্য নিজেই।

আজ ম্যারাথন ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে আসা সৌম্যর কাছে জানতে চাওয়া হয়েছিল, পুরনো সৌম্য ফিরে এসেছেন কি-না। একই সঙ্গে জিজ্ঞেস করা হয় কোচ হাথুরুসিংহের বিষয়ে।

এর জবাবে ৩০ বছর বয়সী সৌম্য বলেন, ’সৌম্য সৌম্যই ছিলাম। হয়তো সে (হাথুরু) আমাকে ভালো বুঝে, এজন্য ছোট একটা জিনিস বলেছে, যা আমার জন্য ক্লিক করেছে। আমরা কীভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলেও তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভিটি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজেটিভ জিনিসটাই চিন্তা করে’

তার বারবার দলে সুযোগ পাওয়া ও বাদ পড়া নিয়ে হওয়া সমালোচনারও জবাব দিয়েছেন সৌম্য। তিনি বলেন, ’আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ভালো খেললে হয়তো ভালোটা নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ লিখবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা। এগুলো নিয়ে ভাবা হয়নি। ভাবলে হয়তো নিজের ওপর চাপ আসত। আমি কেবল নিজের খেলার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার ওপর আস্থা ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *