today visitors: 5073432

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের উন্নতি

স্পোর্টস ডেস্ক:

চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দলকে স্রেফ উড়িয়ে দিয়েছেন সাবিনা খাতুনের দল। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের পর সবশেষ ম্যাচে ৮-০ গোলের জয় পেয়েছে লাল সবুজের মেয়েরা।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাবিনা খাতুনদের। দুই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৪২ থেকে ১৪০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

ফিফা র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে শুধু ভারত ও নেপাল। যেখানে ১০৫ র‍্যাঙ্কিংয়ে থাকা নেপালের বিপরীতে ৬৫ নম্বরে আছে ভারত। ভারত এগিয়ে থাকলেও আগের র‍্যাঙ্কিং থেকে চার ধাপ পিছিয়েছে। ভারতের সর্বশেষ র‍্যাঙ্কিং ছিল ৬১।

এদিকে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *