আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও পরিস্কার ভাষায় বলেছেন, ইউক্রেন থেকে নাৎসি নির্মূল না করা পর্যন্ত তিনি থামবেন না। কারণ, ইউক্রেনের নাৎসিদের নির্মূল করার বিষয়টি প্রাসঙ্গিক রয়ে গেছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, তাদের লক্ষ্য অর্জন করলেই শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে শান্তি আসবে।
বৃহস্পতিবার বছর শেষের বিশেষ সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন। ইউক্রেনে অভিযান শুরুর পর প্রথমবারের মতো দীর্ঘ এই এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিক এবং রাশিয়ার সাধারণ নাগরিকদের প্রশ্নের জবাব দেন। তবে বেশিরভাগই প্রশ্ন ছিলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে।
কিয়েভ প্রশাসনের প্রধান এক সাবেক ‘এসএস’ সেনার প্রশংসা করার মাধ্যমে নাৎসিবাদ প্রকাশ করার পরে, রুশ প্রেসিডেন্ট পুতিন বিষয়টি নিয়ে আবারও কথা বললেন। এনিয়ে প্রশ্ন তুলে পুতিন বলেন, একজন নাৎসি, তাকে জাতীয় বীরের মর্যাদায় উন্নীত করা হয়েছে। এটা কিভাবে হয়?
পুতিন আরও বলেন, যখন কিয়েভ প্রশাসনের প্রধান, বিশ্বের সামনে একজন সাবেক এসএস সৈনিককে সাধুবাদ জানাতে দাঁড়িয়েছেন, যিনি সরাসরি হলোকাস্টে জড়িত ছিলেন, ইউক্রেন, রাশিয়া এবং পোল্যান্ডে দেড় মিলিয়ন ইহুদিদের নির্মূল করার জন্য তাকে সাধুবাদ জানানো কি নাৎসিবাদের বহিঃপ্রকাশ নয়?
ইউক্রেনের নাৎসিদের নির্মূল করার বিষয়টি প্রাসঙ্গিক রয়ে গেছে উল্লেখ রুশ নেতা বলেন, ডিনাজিফিকেশন বিষয়টি এখনও প্রাসঙ্গিক। সেটি অর্জনের জন্য রাশিয়া ইউক্রেনে অভিযান অব্যাহত রাখবে। শুধুমাত্র লক্ষ্য অর্জনের পরেই মস্কো থামবে, এছাড়া থামানো অসম্ভব।
ইউক্রেনের চলমান অভিযান সম্পর্কে পুতিন বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করলেই ইউক্রেনে শান্তি আসবে। ইউক্রেন নিয়ে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে কোন ধরনের পরিবর্তন আসেনি। এর মধ্যে রয়েছে- ইউক্রেনকে নাৎসি মুক্ত এবং বেসামরিকীকরণ করা।
তিনি আরও বলেন, রাশিয়ার ছয় লাখ ১৭ হাজার সৈন্য ইউক্রেনে যুদ্ধ করছে। এর বাইরে আরো তিন লাখ রাশিয়ানকে গত বছর যুদ্ধের জন্য ডাকা হয়েছিলো। এছাড়াও চার লাখ ৮৬ হাজার মানুষ সেনাবাহিনীতে আসার জন্য নিবন্ধন করেছে বলে তিনি জানান। পুতিন বলেন, দেশরক্ষায় সব সেনা প্রস্তুত আছে।
Leave a Reply