today visitors: 5073432

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষায় চীন-রাশিয়ার যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা নিজ আকাশ প্রতিরক্ষা জোনে যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা জোনে অঘোষিতভাবে চীন ও রুশ সামরিক যুদ্ধবিমান প্রবেশের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেয় সিওল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিট থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত চারটি রুশ ও দুটি চীনা যুদ্ধবিমান কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করে। ওই এলাকাটি জাপান সাগর বা পূর্ব সাগরের ওপর অবস্থিত।

তবে ওই বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মতে, এডিআইজে হচ্ছে এমন এলাকা যেখানে বিভিন্ন দেশ এককভাবে বিদেশি বিমানকে নিজের পরিচয় প্রকাশ করতে বিশেষ পদক্ষেপ নিতে পারে।

এটা কোনো একটি দেশের আকাশসীমার চেয়ে ভিন্ন। কোনো একটি দেশের আকাশসীমা তার সীমানার ওপরের অংশকে বোঝায়। এছাড়া এই সীমানা উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণ কোরিয়া সেনবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, বিমান প্রবেশ নিয়ে চীনের কাছে অভিযোগ করেছে সিওল। তবে রাশিয়ার কাছে ইস্যুটি উত্থাপন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *