today visitors: 5073432

ব্যাটে বলে উজ্জ্বল রিশাদ বললেন, ভালো কিছু হবে

নিজস্ব প্রতিবেদক:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ওদের মাঠে লড়াইয়ে নামার অপেক্ষা টাইগারদের। তার আগে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।

আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড একাদশ। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাত নম্বরে ব্যাট করতে নামা রিশাদ হোসেন। মাত্র ৫৪ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১৬১.১১ স্ট্রাইক রেটে খেলেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও জ্বলে ওঠেন এই লেগ স্পিনার। ৭.২ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।

ম্যাচ শেষে রিশাদ বলেন ঠাণ্ডা সমস্যা থাকলেও মানিয়ে নিয়ে সেরাটা দেওয়ার চেষ্টায় ছিলেন, ‘বেইসিকলি প্রথমত একটু ঠাণ্ডা কন্ডিশন, তো আমরা এসে দুই তিন দিন এডজাস্ট করার চেষ্টা করছি। ধীরে ধীরে আমরা প্র্যাক্টিস ম্যাচের দিকে গেছি। প্র্যাক্টিস ম্যাচ যখন শুরু হলো, তখন ওয়েদার বা ঠাণ্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করছি যে, মানায় নেওয়ার জন্য।’

নিজের ব্যাটিং নিয়ে রিশাদ বলেন, ‘আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে, অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি লং টাইম ব্যাটিং করার। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার। আর বোলিং, ঠাণ্ডা কন্ডিশন। চেষ্টা করেছি সব সময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হতে পারে সেই টেন্ডেন্সি মাথায় ছিল, হাত গরম ছিল। সব কিছু নিয়ে মানসিক ভাবে তৈরি ছিলাম।

রিশাদ মনে করেন এই সফরে ভালো কিছু হবে, ‘অনেক ঠাণ্ডা এজন্য একটু অস্বস্তি ফিল হইছিল। তবে সবকিছু ঠিক আছে। আর ইনশা আল্লাহ টিম ভালো কিছু করবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *