today visitors: 5073432

বিজয় দিবস ক্রিকেট ম্যাচে যারা খেলবেন

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটাররা। মুক্তিযুদ্ধের সময় নিহত দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও সংগঠক শহীদ মুশতাকের নামে প্রতি বছর বিজয় দিবসের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে আসছে এই প্রীতি ম্যাচ।

ক্রীড়াঙ্গনের দুই বীরের পরিবারের উপস্থিতিতে টি-টোয়েন্টি ম্যাচটি স্টেডিয়ামে অন্য রকম আবহ এক তৈরি করে। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৪০ মিনিটে টস হওয়ার পর ম্যাচ শুরুর আগে সব মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় শুরু হবে ম্যাচ।

শহীদ মোস্তাক একাদশ: মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রসিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আবদুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ আলী।

শহীদ জুয়েল একাদশ: জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেট রক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুনতাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এএসএম রকিবুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *