নির্বাচন অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করতে দলীয় মনোনয়নের বাইরে স্বতন্ত্র প্রার্থী ভোটে দাঁড়াতে আওয়ামী লীগের উৎসাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, আসন বণ্টন ও পরিস্থিতি এবং নির্বাচনের কৌশল নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক এই তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে কৌশল করতে গিয়ে একটা বিপজ্জনক ফাঁদের ভেতরে পড়তে যাচ্ছে রাজনীতি।
স্বতন্ত্র প্রার্থীকে উৎসাহ দেওয়ায় জোট ও দলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার শঙ্কা দেখছেন তিনি। বিরোধীদের হাতে আরও শক্ত অস্ত্র তুলে দেওয়া হচ্ছে কিনা তা ভাবতে জোটনেতাদের আহ্বান জানিয়েছেন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইনুর উত্থান ছাত্রলীগের রাজনীতি দিয়ে। মহান মুক্তিযুদ্ধে ছাত্রনেতা হিসেবে অবদান ছিলো তার। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে জাতীয় কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে একই বছরে জাসদ প্রতিষ্ঠা হলে সেখানে প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হন। ১৯৮৬ সালে জাসদের সাধারণ সম্পাদক এবং ২০০২ জাসদের সভাপতি নির্বাচিত হন।
Leave a Reply