রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম,
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও তাবিজ। এ ঘটনায় ওই এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।
খোঁজ নিয়ে জানাযায়, সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় কবর স্থানে মৃত নারীর কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। স্থানীয় লোকজন বলছেন, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে।
এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।
স্থানীয় মিজানুর রহমান নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকে লিখেছেন কবরস্থানে কবর খুড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজসহ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এগুলো কিসের হতে পারে?
এ বিষয়ে ওই শিক্ষক বলেন, কবরস্থানে খবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। তা দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে কবিরাজি ও জাদু করার জন্য এমনটা হয়তো কেউ করেছেন। এ ঘটনায় এলাকায় জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। কবরস্থানে তারই কবর খুড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকার মানুষজন আতংকিত হয়েছে। এলাকার সকলের প্রশ্ন কবরস্থানে এমনটা কি কারনে হতে পারে।
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
Leave a Reply