প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ইঁদুর মারার বিষ খেয়ে স্কুল ছাত্র আত্মহত্যা।

রানা খান, প্রতিনিধি শ্রীপুর গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সাথে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে মো. সুমন (১৬) নামে স্কুল ছাত্রের আত্মহত্যা করেছে।
শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার বিকালে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল ছাত্র।
নিহত স্কুল ছাত্র মো. সুমন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের মুদি দোকানী মো. রানা মিয়ার ছেলে।
তার বাবা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের সবুজ খানের মার্কেটে মুদি দোকান পরিচালনা করতেন। সে তার বাবার সঙ্গে থেকে স্থানীয় হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহত স্কুল ছাত্রের বাবা মুদি দোকানি রানা মিয়া জানান, গত শুক্রবার বিকেলে খালি বাসায় ঘরের দরজা বন্ধ করে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সুমন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান সজল বলেন, নিহত স্কুল ছাত্র মো. সুমন ২০২৪ সালের এএসসি পরিক্ষার্থী ছিল।
নিহত সুমনের সহপাঠীরা জানান, স্কুলের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল সুমনের। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষ পান করে সে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, বিষক্রিয়ায় ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ বিষয়ে নিহতের স্বজনেরা এখনো পুলিশকে অবহিত করেনি। খবর নিয়ে বিস্তারিত জানাব।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *