আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-৫

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

(ডুমুরিয়া-ফুলতলা)আসনে ৬ টি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা নির্বাচনের রিটার্ণিং অফিসার এবং সহকারি রিটার্ণিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শরীফ আসিফ রহমানের কাছে আজ দুপুরে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এমপি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী শেখ সেলিম আকতার স্বপন।
অপর দিকে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসার তাসনীম জাহান এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। এছাড়া জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার খন্দকার ইয়াসীর আরেফিন এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন জাতীয় পার্টি মনোনিত প্রার্থী শাহিদ আলম,ইসলামী ঐক্যে জোটের তরিকুল ইসলাম,জাকের পার্টির সামাদ শেখ,বাংলাদেশ কংগ্রেস এর এস,এম,এ জলিল।
আগামী ৩ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র সমুহ বাছাই করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *