শাকিল হোসেন পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। ওই শিশু ঘোষনগর ইউনিয়নের চক খান্দই গ্রামের সানোয়ারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে
শিশু মাহিন তার দাদুর সাথে খিরশীন বাজারে আসলে বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছীর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়ে চাকার তলায় ফেলে পিষ্ট করে তার নরম শরীর। মাথা ফেটে মগজ ছিটকে বের হয়ে যায়।

পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন, কারো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *