রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
রংপুরে হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে সাংবাদিক সমাবেশের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
আগামী ১১ জানুয়ারি ঐতিহাসিক রংপুর টাউন হলে এ সমাবেশ থেকে সাইবার নিরাপত্তা আইনসহ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হবে বলে জানান নেতৃবৃন্দ। সমাবেশের উদ্বোধন করবেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। এতে প্রধান অতিথি থাকবেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্ষদ সদস্য মমতাজ শিরিন ভরসা। সম্মানিত অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাইম। সাংবাদিক সমাবেশে সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। সাংবাদিক সমাবেশ বাস্তবায়ন কমিটি আহবায়ক রেজাউল করিম মানিক বলেন, রংপুর বিভাগে প্রথম সাংবাদিকদের অধিকার নিয়ে সমাবেশ অনষ্ঠিত হতে যাচ্ছে। কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য খোলা কাগজের প্রতিনিধি মাফি মহিউদ্দিন বলেন,আমার বিরুদ্ধে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয় মামলা নং-৯৬ রংপুর,আমি এখনো এই মিথ্যা বানোয়াট মামলার হাজিরা দিয়ে যাচ্ছি,সঠিক বিচার পাচ্ছি না মুলত সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো আইন নেই। উপরন্ত সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে সাংবাদিকদের বলার ও লেখার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। আমরা সেকারণেই রংপুর বিভাগের সাংবাদিকরা একত্রিত হয়ে আমাদের অধিকার, সুরক্ষা নিরাপত্তা সর্বোপরি হামলা মামলা, বন্ধ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি সরকারের কাছে জানাতে চাই।
রাশেদ নিজাম শাহ
Leave a Reply