ভালুকা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভালুকা ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল দুপুরে ভালুকা উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়, এই অনুষ্ঠানটি ছিল সদস্য ও সমর্থকদের জন্য একটি স্মরণীয় দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি’র আহবায়ক(ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, ভালুকা পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব হাতেম খান সহ উপজেলা ও পৌর বিএনপি’র সর্বস্তরের নেতৃবৃন্দ।

আজকের এই দিনটি আমাদের জন্য বিশেষ। আমরা তারেক রহমান স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের সবসময় প্রেরণা দিয়েছেন। তার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *