![](https://prothombulletin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ।
ময়মনসিংহ তারাকান্দা উপজেলা যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৮০ পিছ বিদেশি কম্বল বোঝাই পিকআপ সহ তিনজনকে আটক করেছে। জানা গেছে, বুধবার সকালে তারাকান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইব্রাহিমের দিক নির্দেশনা লেফটেন্যান্ট রিহান আইমান নিয়ন লনওন -এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা -ধোবাউড়া সড়কের তারাকান্দা উপজেলার হরিয়াগাই নেপালের মোড় এলাকা থেকে পিছ বিদেশি কম্বল বোঝাই পিক আপ ঢাকা মেট্রো – ন- ১১- ৯১&৩ সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাত খাওয়া গ্রামের শাহামত আলীর পুত্র মোহাম্মদ আলী (২৩),শুক্কুর আলীর পুত্র মনির হোসেন ২২) উত্তর মহামারি গ্রামের মজিবর রহমানের পুত্র শফিকুল ইসলাম (২৪)।আটককৃতদের তারাকান্দা থানা পুলিশের সোর্পদ করা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান,এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।
Leave a Reply