হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

নির্বাহী সম্পাদক (প্রথম বুলেটিন) – ইমরান হক

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তায় চাঁদপুর জমিন কমিউনিটি সেন্টারের চতুর্থ তলায় হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় দৈনিক অনুপমা এবং দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার আয়োজনে ১৬ই ডিসেম্বর বেলা দুইটায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশ এর দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা মাইশা আক্তার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুযোগ্য উপ-পরিচালক ডিডিএলজি, জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর ও প্রশাসক চাঁদপুর পৌরসভা মোঃ গোলাম জাকারিয়া।

প্রধান অতিথি প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেন যেমনটি শুনেছি তিলে তিলে ঘরে ওঠা এই প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা অব্যাহত থাকলে একদিন এ অঞ্চলে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। গ্রামে এত সুন্দর স্কুল সত্যি সকলকে মুগ্ধ করে তোলে। আজকের এই দিনে এত সুন্দর একটি অনুষ্ঠান হবে সত্যিই আমার কাছে ভালো লাগছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আলী আক্কাস মিয়াজী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরকাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ শাহজালাল, ঢাকা রাজধানী আইডিয়েল স্কুলের প্রভাষক মোঃ আবুল কাশেম, সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষিকা মারিয়া আক্তার।

হাফেজ মোঃ ইয়াসির আরাফাতের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভাটি শুরু হয়। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন হাজী লোকমান পাবলিক স্কুলের পরিচালক মইরমজ্জামান রোজা।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে একে একে সকলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি ও চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ শিক্ষকবৃন্দের মোহাম্মদ রোকনুজ্জামান রোকন বলেন আমি শিশু জীবন থেকেই সমাজ সেবায় ব্রত ছিলাম,ছোটকাল থেকেই স্বপ্ন দেখেছি এ এলাকায় বড় একটা কিছু করব। সকলের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ এ প্রতিষ্ঠানটি এলাকার মুখ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *