মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ।
ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের মোঃ এহসানুল হকের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত ৭ ডিসেম্বর সকাল অনুমান ১০ টায় অতর্কিতে সশস্ত্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ৫০ হাজার টাকা র ক্ষতিসাধন করেছে।
পূর্ব শত্রুতার জের হিসেবে দূর্বৃত্ত হামলাকারীরা হামলা কালে পিঠিয়ে নিরিহ বৃদ্ধ এহসানুল হকের ছেলেকেও মারাত্মক জখম করেছে। এঘটনায় এহসানুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় রুহুল আমিন, আজিজুল, সাহাবী, এনামুল, শাহীন, নজরুল ইসলাম ও অঞ্জাতনামা আরও ২/৩ জনেকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ পেয়ে এস আই মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিরা মামলার বাদীকে খুন জখমের হুমকি দিচ্ছে।বৃদ্ধ এহসানুল হক সন্ত্রাসীদের ভয়ে জিম্মি অবস্থায় ভয়ভীতিতে দিন কাটাচ্ছে।
হামলা ও লুটপাটের শিকার এহসানুল হক জানান তাকে ও তার পরিবারের লোকজনকে সন্ত্রাসীরা অব্যাহতভাবে খুন জখম ও অপহরণের হুমকি দিচ্ছে।প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। প্রাণভয়ে বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না। তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply