রাজশাহীতে দেশীয় পণ্য, কিনে হও ধন্য,বললেন রুহুুল কবির রিজভী

নূরুন নবী রাজশাহী :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। তাদের  উদ্দেশ্য ভয়ংকর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে, আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। আপনারা চট্টগ্রাম দখল করতে আসলে আমরা কি ললিপপ চুষবো।

আজ মঙ্গলবার ১০/১২/ ২০২৪ তারিখ বেলা এগারটায় দেশীয় পণ্য, কিনে হও ধন্য ‘ ব্যানারে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি  বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে বলেছে। একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠায়। এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পযন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ।আদতে ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মত একই জায়গায়। তারা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না; বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে।

রিজভী দাবি করেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হয়েছে টাকা লুটপাট করার জন্য।  ২০২৩ এর আগেও আলু আমদানি করার প্রয়োজন হয়নি। এটা করেছে শেখ হাসিনা।

রিজভী বলেন, বাংলাদেশিদের ভারত থেকে শাড়ি, সাবান, বিছানার চাদর বা অন্য কিছু কেনা উচিত নয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত এই এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা খালেদ হোসেন ফাহিম, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা , সদস্য সচিব মামুনুর রশীদ। বক্তব্য শেষে রুহুল কবির রিজভী স্বল্প মুল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন প্রান্তিক মানুষের মধ্যে। পরে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পোড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *