মোঃ ইয়াকুব আলী লালমনিরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2024
উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (ট্রাস্ট)এর বিভাগীয় কমিটি ও রংপুর জেলা কমিটির আয়োজনে একটি রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মানবাধিকার কর্মী মোঃ ফারুক হোসেন ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি আরও বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ আইনুল হক ও নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু মুসা ও নুরুল ইসলাম, আতাউর রহমান বিদ্যুৎ, মিনোয়ারা বেগম ও মোঃ শামীম শাহ প্রমুখ। প্রধান অতিথি মোহাম্মদ ফারুক হোসেন বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবংবিশ্বের নির্যাতিত নিপাড়িত ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো আরো স্বেচ্ছার ভূমিকা রাখার প্রতিশ্রুতি ও আহ্বান করেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরাপদ আবাস স্থান তৈরিতে প্রত্যেকটি নাগরিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান করেন।, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের কল্যাণে একাত্মভাবে কাজ করা সহ রাষ্ট্র গঠনে সংশৃঙ্খলা ভাবে , এগিয়ে আসতে হবে।। তিনি আরও বলেন প্রতিবেশী গদি মিডিয়ার গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে নির্যাতিত নিপীড়িতঅসহায় মানুষের কল্যাণে রাষ্ট্রকে যথাযথ ভূমিকা পালন করতে হবে ।
উক্ত আলোচনায় অন্যান্য আলোচকগণ মৌলিক অধিকার ও নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নাগরিক সুবিধা সহজে পাইয়ে দেওয়ার প্রতি আহ্বান করেন।
Leave a Reply