মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা বাগজানায় অভিযান চালিয়ে ৫’পিস (৫.৮৩ গ্রাম) সোনার বার সহ পাচারকারীকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে স্বর্নগুলো উদ্ধার করে। আটক যুবক মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ বাবু (২৫)। জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলি গামী অরিন বাস যোগে কয়েকজন সোনারবার সহ সীমান্ত এলাকায় আসছে এমন গোপন সংবাদ আসে। এমন সংবাদের ভিত্তিতে¦ ক্যাম্পের সদস্যরা উপজেলার বাগজানা সীমান্তে অভিযান চালায়। ঢাকা-মেট্্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরন সন্দেহ হলে তার শরীর তল্লাসী করা হয়। অভিযানকালে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয়ে রাখা ৫’পিস সোনারবার উদ্ধার করা হয়। পরে সোনা চোরাচালান আইন মামলায় বাবুকে পাঁচবিবি থানা পুলিশে জমা দেওয়া হয়।
Leave a Reply