মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মহান বিজয়ের মাসে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪’দিনব্যাপী প্রায়ত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট-২৪ উদ্বোধন হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ”এসো ফিরি শৈশবে” এর আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি পৌর পার্কে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, আয়মারসুলপুর বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাষ্টার, সংগঠনের সদস্য সচিব জনাবুর রহমান জনি, যুগ্ন-আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, হাসানুর রহমান রাব্বি, যুবদল নেতা রায়হান কবির রাজু, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের ও আহবায়ক ফয়সাল হোসেন আপেল। এ টুর্নামেন্টে উপজেলা ১৬’টি দল অংশগ্রহন করেন।