সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি
অদ্য ০৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ❝শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা❞ অনুষ্ঠিত হয় রানী ভবানী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ নাটোর ।
উক্ত সভায় সভাপতিত্বে ছিলেন প্রফেসর আবু হাসনাৎ মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোর ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসমা শাহীন , জেলা প্রশাসক, নাটোর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, নাটোর মহোদয়, জনাব মোঃ আমিনুর রহমান সহযোগী অধ্যাপক, রানী ভবানী সরকারি মহিলা কলেজসহ জনাব লুৎফর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর।
পুলিশ সুপার নাটোর মহোদয় বলেন মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা শিক্ষকের দায়িত্বের মধ্যেপড়ে। পুলিশ সুপার মহোদয় আরো বলেন মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে।
এসময় রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোরের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply