খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি প্রদান করেছে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (টিএসএফ)।

আজ বুধবার ৪ ডিসেম্বর ২৪খ্রি. সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, স্থানীয় উন্নয়ন সংস্থা কাবিদাং (এনজিও)’র নির্বাহী পরিচালক লালসা চাকমা, টিআইবি খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান, উইমেন এক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, সাংবাদিক প্রতিনিধি চিংমেপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা প্রমূখ।

কামিনীপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি এবং টিএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ২৭ নভেম্বর ঘটে যাওয়া ঘটনায় অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, দ্রুত বিচার কার্যক্রম শুরু করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বক্তারা সরকারের নিকট দাবী জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৫ দফা দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করেন ।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *