রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার প্রবীণ আলেম জামায়াতের রুকন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদ ও মাজালিসুল মুফাসস্সীর এর কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা একে এম এনামুল হক শাফীর জানাযার নামাজ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার নিজ গ্রাম পাটিকাবাড়ী ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ডায়াবেটিস, কিডনী, হার্টসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ভুগছিলেন।
প্রথম জানাজার ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ মাওলানা সাদ আহমেদ। জানাজায় সারাদেশ থেকে আগত শতশত আলেম উলামা ও শুভাকাংঙ্খীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, উপস্থিত ছিলেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, মাজালিসুল মুফাস্সীরন এর কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী, মুফতি মাওলানা আমীর হামজা, মাজালিসুল মুফাস্সীরীন এর খুলনা বিভাগীয় সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, সেক্রেটারী মাওলানা আবুজর গিফারী, মাজালিসুল মুফাস্সীরীন এর চুয়াডাঙ্গা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মাজালিসুল মুফাস্সীরীন এর মেহেরপুর জেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া উলামা পরিষদের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম হোসাইন কাশেমী, খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মুফতি আব্দুল লতিফ খান. মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক আযমজিহাদী, মুফতি আলমগীর হুসাইন, মাওলানা সাব্বির আহমেদ, জামায়াতের চুয়াডাঙ্গা জেলার নেতা আলতাফ হোসেন, মাওলানা আব্দুল হালিম, পাটিকাবাড়ী চেয়ারম্যান নুরুজ্জামান কানু, ডাক্তার আহাম্মেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বেলা ১১টায় হালসা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুম মাওলানা একেএম এনামুল হক শাফরি বড় সন্তা মাওলানা নাসির ইকবাল। জানাজা পূর্ব বক্তব্য রাখেন মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াতের জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ¦ মুফতি মাওলানা আব্দুল হান্নান, মুফতি আলী হুসাইন ফারুকী, মাওলানা ফারুক আযম জিহাদী, মাওলানা মোহাম্মদ আলী, প্রভাষক মাওলানা আব্দুর রব মিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সগীর আহাম্মেদ, মাওলানা আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা একে এম এনামুল হক শাফীর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন জামায়াতের জেলার নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ গীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেষে পাটিকাবাড়ী খেজুরতলা ডাবুরাভিটা গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
Leave a Reply