মোঃ আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি
গাজীপুর শ্রীপুরের গড়গড়িয়ে মাষ্টার বাড়ি হতে নতুন বছরের শুরুতে,নতুন আমেজে,সকলের ভালো বাসা ও প্রত্যাশায়,আনন্দ ভ্রমণের প্রস্তুতি চলছে।
মাষ্টার বাড়ি হতে সিলেট, সিলেট ৩৬০ ওলী-আউলিয়া পূর্ণ ভূমি,তার মধ্যে হযরত শাহ জালাল ও হরযত শাহ পরাণ রাঃ অন্যতম,সকল মানুষের ইচ্ছে থাকে । হরযত শাহজালাল ও হরযত শাহ পরাণ রাঃ এর মাজার শরীফ জিয়ারত করার,অলীদের উসিলা ধরে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্যে।
অন্য দিকে ঘুরে আসতে পারেন।
প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইন ঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে ঘেঁষা প্রকৃতির দানে রুপের পসরা সাজিয়ে আছে, জাফলং পাথর উপর দিয়ে উঠে চলা পিয়াইন নদীর সচ্ছ পানির ধরা। জলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা। জাফলং কে করেছে আনন্য।একেক ঋতুতে জাফলং একেক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদেরকে ভ্রমনের জন্যে সারা বছরই আগ্রহী করে রাখে। আসতে
যোগাযোগ মাষ্টার বাড়ি, পেন্ডুরা মসজিদ সংক্রান্ত শারজাহন সুপার মার্কেট
মোঃ আলামিন শেখ
মোঃ মুখলেস মিয়া
Leave a Reply