কালীগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি।

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি :

আজ প্রথম ডিসেম্বরের। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এইদিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে অবস্থিত ন্যাশনাল জুট মিলের ভেতর অবস্থান রত কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধে সহযোগীসহ ১০৩ জন বীর বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে গণহত্যা চালায় পাকিস্তানি মেলেটারি বাহিনী । আর সেই থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম দিনে ওই শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া অবস্থিত শহীদদের গণকবরে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা এবং সরকারী কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন, বীর মক্তিযোদ্ধা হুমায়ুন কবির মাস্টার, সিরাজ উদ্দিন, বাচ্চু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নাজিম উদ্দিন, কাজী আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, মাহবুবুল আলম, নুরুল ইসলাম, কাজী কবির সহ কয়েক জন বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বাহাদুসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা বীর মক্তিযোদ্ধা হুমায়ুন কবির মাস্টার জানান, ১৯৭১ সালের ১ ডিসেম্বর কালীগঞ্জ ন্যাশনাল জুট মিলের শ্রমিক-কর্মচারীরা সকালের নাস্তা খেতে বসার মুহূর্তে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী ঘোড়াশাল ক্যাম্প থেকে নদী পার হয়ে মিলের ভিতর প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের খুঁজতে থাকে। ওই দিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ন্যাশনাল জুট মিলের নিরীহ বাঙালি কর্মকর্তা-কর্মচারীদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে নির্মম গণহত্যা চালায় হানাদার বাহিনী। স্থানীয়রা জানান, হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে দক্ষিণ দিকের দেয়াল ভেঙে মিল ত্যাগ করে। ৩/৪ দিন নিরীহ বাঙালিদের মৃতদেহ মিলের সুপারী বাগানে পড়ে থাকে। পাকিস্তান বাহিনীর ভয়ে এলাকার কেউ মিলের ভেতরের মরদেহগুলো উদ্ধার করতে এগিয়ে আসতে সাহস পায়নি। ফলে মরদেহগুলো শেয়াল-শকুনের খাদ্যে পরিণত হয়। দেশ স্বাধীন হলে এলাকাবাসী মিলের ভেতর গিয়ে ১০৩ জনের মৃতদেহ বিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিকৃত ওই মৃতদেহগুলো (১০৩ জন) ন্যাশনাল জুট মিলের দক্ষিণ পাশে গণকবরে সমাহিত করা হয়। মিল কর্তৃপক্ষ গণহত্যার শিকার শহীদদের স্মৃতি রক্ষার্থে “শহীদদের স্মরণে ১৯৭১’ নামে একটি শহীদ মিনার নির্মাণ করেন। শহীদদের গণকবরের পাশে পরবর্তীতে একটি পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর প্রথম ডিসেম্বর এলে ১০৩ জন শহীদের গণকবরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *