বাগমারায় একই নাম ব্যবহার করে অবৈধভাবে প্রেসক্লাব গঠন, তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ নাসির উদ্দিন রাজশাহী

রাজশাহীর বাগমারায় ঐতিহ্যবাহী প্রেসক্লাব “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব”। অত্র প্রেসক্লাবটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ ক্লাবটির সাবেক সভাপতি আবুবকর সরকার ক্যান্সারজনিত কারনে কিছু দিন আগে ইন্তেকাল করেন। সেই থেকে বর্তমান ক্লাবটির সিনিয়র সহ-সভাপতি হোসাইন মোঃ মোবারককে ভারপ্রাপ্ত সভাপতি করে তাঁর নেতৃত্বে সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে।

কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্লাবটির সাবেক সম্পাদক অভ্যন্তরীণ কিছু সমস্যার সৃষ্টি করে চার জন সদস্য ক্লাবে না থাকার বিষয়ে মতামত ব্যক্ত করে। যার পরিপ্রেক্ষিতে গত ০৯/১১/২০২৪ ইং শনিবার যথারীতি মিটিং এর মাধ্যমে রেজুলেশন করে ক্লাবের স্থাবর-অস্থাবর সকল সম্পদের হিসাব নিকাশ করে তাদের দায়-দেনা পরিশোধ করে তাদেরকে ক্লাব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা উপস্থিত থেকে রেজুলেশন এবং টাকা গ্রহণের ভাউচারে স্বাক্ষর করে টাকা গ্রহণ করে এবং বিষয়টি নিয়ে আমরা যেন নিউজ না করি সে ব্যাপারেও তারা অনুরোধ করেন। যার সকল প্রমাণাদি ক্লাবে সংরক্ষিত রয়েছে।

এরপর গত ১৬/১১/২০২৪ ইং তারিখে অত্র প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এমতাবস্থায় ঐ চারজন সাংবাদিক পাশের বিল্ডিং- এ একটি ঘর ভাড়া নিয়ে আরও ৪ জন কথিত সাংবাদিক তাদের সাথে যুক্ত করে রাতারাতি ঐ একই নাম “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব” নাম ব্যবহার করে তারা কমিটি ঘোষণা করে। একই সাথে তারা বিভিন্ন অনলাইন পত্রিকায় খবরও প্রকাশ করে যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন কর্মকান্ড প্রতিহিংসা ও হীনমন্যতার শামিল যা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। সাংবাদিকতা একটি মহান পেশা যা এই কর্মকান্ডের ফলে সাধারণ মানুষের কাছে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। তাই অবিলম্বে “হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব” নাম পরিবর্তন করে অন্য যেকোনো নামে প্রেসক্লাব গঠনের জন্য জোর আহবান জানাচ্ছি।

অন্যথায় আমরা প্রেসক্লাবের গঠনতন্ত্র এবং দেশস্থ আইনে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

এ ব্যাপারে ঐ অবৈধ প্রেসক্লাবের সভাপতি রমজান আলী সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই প্রেসক্লাব গঠনের পক্ষে ছিলাম না আমাকে একরকম জোর করেই সভাপতি বানানো হয়েছে। তিনি কিছু দিনের মধ্যে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *