রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
রাউজানে ৪ হাজার ৬'শ ৪০ জন কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড, ঊফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।একইসঙ্গে উপজেলা পরিষদের অর্থায়নে তেলজাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।
উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজাম মুনীরসহ উপ–সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান,উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় রবি মৌসুমে হাইব্রিড ও উফশী জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড বীজ ২ কেজি করে১৮০০জন কৃষক, আর উফশী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ২৮৪০ জন কৃষক। সরকারের কৃষকের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসাবে এ বীজ ও সার বিতরন করা হচ্ছে।