মোঃ এমদাদুল হক ইসলামপুর(জামালপুর)
জামালপুরের ইসলামপুরে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামী আন্দোলনের উপজেলা আমির সুলতান মাহমুদ সিরাজী, নিহত লিটনের পিতা আব্দুস সবুর মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক জিহাদি হাসান খান নাবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সাধারণ ছাত্র সাব্বির খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে। এ সময় উপজেলায় আহত ৬ পরিবার ও নিহত ১ পরিবারের মধ্যে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী , আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply