মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউপির আমিরপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে নাজমুল হুদার জমি থেকে কেটে রাখা ধান চুরি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নাজমুল। অভিযোগে জানা যায়, উপজেলার পূর্ব কৃষ্ণপুর মৌজায় ১৮’শতক জমি ক্রয় সুত্রে অনেক বছর থেকে ভোগ দখল করে আসছিল আমিরপুর গ্রামের আজাহার আলী মন্ডলের পুত্র নাজমুল। গত ১২’নভেম্বর নাজমুল জমির ধান কেটে রাখে রাতের আঁধারে কয়েশকুল গ্রামের নুরুজ্জামান সহ তার দলবল পূর্ব শত্রুতার জেরে ধানগুলো চুরি করে নিয়ে যায়। সকালে নাজমুল জমিতে গিয়ে দেখে ধান নেই আশেপাশের লোক মারফত জানতে পারে, নুরুজ্জামান গং ধানগুলো চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নাজমুল তাদেরকে বলতে গেলে এসময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগের বিষয়ে নুরুজ্জামান বলেন, আমাদের পৈত্রিক জমিতে ধান লাগিয়েছি এবং কেটে বাড়িতে নিয়েছি। নাজমুলর বলেছে রাতে ধান কেটেছি কথাটি সত্য নয়। আমরা দিনের আলোতে ধান কেটেছি। আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে থানার ওসি কাওসার আলী জানান, ধান চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।