today visitors: 5073432

কুমিল্লা’য় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আটক

জি কে রাকিব, কুমিল্লা।:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা’র মিয়াবাজার জগমোহনপুর এলাকায় বাসে পেট্টোল বোমা ছুড়ে আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার সাবেক এমপি মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ।

তোফায়েল চৌদ্দগ্রাম বসুয়ারা গ্রামের বাসিন্দা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য। সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা হওয়ার কারনে স্বৈরাচার সরকার হাসিনার আমলে চৌদ্দগ্রামে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করার একাধিক অভিযোগ আছে তোফায়েলের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়- ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রল বোমা ছুড়ে ৮ ব্যক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে। এতে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয় তোফায়েল হোসেনকে। এ ছাড়া কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামী আওয়ামীলীগ ক্যাডার তোফায়েল।পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ প্রতিবেদককে জানান- মামলা পর থেকে তোফায়েল আত্মগোপনে চলে যান। গত বুধবার রাতে বসুয়ারা থেকে তোফায়েল কে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তোফায়েল কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *