মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
হাতেনাতে চোরকে আটক করলো জনতা ও পুলিশ। গ্রামবাসী ও পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়, ১২ ই নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কেশবপুর গ্রামের দুদু মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম ১টি লাল রংয়ের দেশী গাভী ঘাস খাওয়ার জন্য গ্রামের রাস্তার পার্শ্বে গোবরা বিল নামক স্থানে
বেঁধে রেখে বাড়িতে চলে যায়। বেলা ১১টায় হানাইল দীঘিপাড়া গ্রামের ফজলুল হকের পুত্র গরু চোর মোঃ আলম হোসেন (৪৮) গরুটি চুরি করে পালানোর সময় স্থানীয় লোক জন বড় মানিক স্কুলের সামনে থেকে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পাঁচবিবি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাই গরু সহ চোরকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে একইদিন পাঁচবিবি থানায় একটি গরু চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আটক গরু চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী জানান, ধৃত আসামী একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে জয়পুরহাট, ক্ষেতলাল, বদলগাছি, দুপচাঁচিয়া, আক্কেলপুর, শিবগঞ্জ, ধামুইরহাট সহ বিভিন্ন থানায় ১২টি চুরি মামলা সহ ১৮ টি মামলা রয়েছে।