today visitors: 5073432

ঢাকার দোহারে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বরপক্ষকে অর্থদণ্ড

ঢাকা দোহার প্রতিনিধি
মনির হোসেন

ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করাসহ বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে বরপক্ষকে  অর্থদণ্ড  প্রদান করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) উপজেলার পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনাকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় অনুষ্ঠিতব্য একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয় এবং  অর্থদণ্ড  প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের পিতা, মাতা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা  অর্থদণ্ড  প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, বাল্যবিবাহের মতো সামাজিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *