প্রতিনিধি: সাগর কুমার সিং
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ ৬ নভেম্বর ২০২৪, বুধবার, বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হল রুমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমতলের আদিবাসীদের প্রত্যাশা ও ৬ নভেম্বর ২০১৬ গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচার ও পৈত্রিক সম্পত্তি ফেরতের দাবিতে "সংবাদ সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি সূভাষ চন্দ্র হেমব্রম লিখিত বক্তব্য পাঠ করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু, বগুড়া জেলার সাবেক সভাপতি শ্রী যোগেশ সিং, কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত কুমার মুন্ডা।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে ছিলেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও,আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রমেন পাহান, কেন্দ্রীয় সদস্য কাজল পাড়ে, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমূখ্য।