today visitors: 5073432

পলাশবাড়িতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন সিলাটেক -প্রমিজ ও ইডি প্রজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। A

মো: রবিউল ইসলাম
প্রথম বুলেটিন:

গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন সিলাটেক – প্রমিজ ও ইডি প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা,অফিসার ইনচার্জ,পলাশবাড়ী থানা সহ পলাশবাড়ী বাজার কমিটির সহ-সভাপতি সহ সদস্য বৃন্দ । এছাড়াও সভায় উপস্থিত ছিলেন
ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স
(প্রগতি)এরিয়া ম্যানেজার,ও (দাবি) শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার এবং সিলাটেক প্রমিজ ও ইডির ক্লায়েন্টগন।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ধর্ম নারায়ণ রায় । প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রাম (প্রমিজ) এর জেলা ব্যবস্থাপক আসমা উল হোসনা,সার্বিক দিক নির্দেশনায় ছিলেন জেলা ব্যবস্থাপক (ইডি) শিশির রঞ্জন রায় এবং সার্বিক সহযোগীতায় ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার (ইডি) স্বপন মন্ডল ও এসোসিয়েট অফিসার (প্রমিজ) জয় দেব রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েট অফিসার (প্রমিজ) মোঃ ফরিদুজ্জামান সোহাগ ।

উক্ত সভায় প্রধান অতিথি সিলাটেক প্রোমিজ-ক্লায়েন্ট এবং ইডি-উদ্যোক্তাদের সঙ্গে বিভিন্ন ট্রেনিং গ্রহন এর বিষয়ে আলোচনা করেন।
একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন,কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবস্যার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সেই সব যে, ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে পলাশবাড়ী নতুন উদ্যোক্তা গণ কে শেখানো হচ্ছে এটাকে তিনি খুবই চমৎকার উদ্যোগ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন যে,
এভাবে ট্রেনিং গুলো নিয়ে
কাজে লাগাতে হবে এবং তাহলে আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।
পরিশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানান এবং ব্র্যাকের ডাকে সবার অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।