today visitors: 5073432

জগন্নাথপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সহ সভাপতি ও ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ——

জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম(৩৭) ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সুমন মিয়া(২৯)কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।৪(নভেম্বর)সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। থানা-পুলিশ মারফতে জানাগেছে,৩(নভেম্বর)রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীনের নেতৃত্বেপুলিশদল থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে মামলা নং-১৭ তারিখ-২৯/১০/২০২৪ ইং বিশেষ ক্ষমতা আইনের-১৯৭৪ এর ১৫(৩)/২৫-ডি-ধারা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলাম(নজইর)পুত্র শহিদুল ইসলাম(৩৭)কে গ্রেফতার করা হয়েছে।অপরদিকে রোববার রাতে জগন্নাথপুর সদর বাজার এলাকায় সাব-ইন্সপেক্টার রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃতঃমতিন মিয়ার পুত্র এলাকায় চিহ্নিত মাদক কারবারি সুমন মিয়া(২৯)কে গ্রেফতার করে।এ-সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় থানা-পুলিশ।উপজেলায় নাশকতামূলক কর্ম-কাণ্ডে ও নানা বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রানীগঞ্জ ইউপি শাখার সহ-সভাপতি শহিদুল ইসলামকে বিশেষ ক্ষমতা আইনে ও অপর গ্রেফতারকৃত আসামী সুমন মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।