today visitors: 5073432

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটজন আটক।

—————————————-
মনির আহমেদ চৌধুরী
স্টাফ রিপোর্টার
—————————————-
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্র সহ ৮ জনকে গ্রেফতার করে সিএমপির বন্দর থানা।
আজ ৫ নভেম্বর দিবাগত-রাত ০১:৪০ এর দিকে
সিএমপির বন্দর থানার এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু ও এএসআই (নি.) আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসসহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল ডিউটি করাকালে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে ১। মোঃ আরমান (১৯), ২। মোঃ ইসমাইল হাসান (১৯), ৩। মোঃ রাকিবুল হাসান (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ পারভেজ (১৫), ৫। মাঈন উদ্দিন (১৭), ৬। মোঃ রিয়াদ হোসেন (১৫), ৭। সোঃ সাব্বির হোসেন (১৬), ৮। সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)-দেরকে গ্রেফতার করেন। তাৎক্ষনিক সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ০১ নং আসামি আরমানের দখল থেকে একটি স্টিলের টিপছোরা, ০২ নং আসামি মোঃ ইসমাইল হাসানের দখল থেকে একটি স্টিলের টিপছোরা ও ০৩ নং আসামি মোঃ রাকিবুল হাসানের দখল থেকে একটি লোহার অ্যাংগেল, জিম্মায় নেওয়া মাঈন উদ্দিনের দখল থেকে ০১টি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা এবং মোঃ পারভেজের দখল থেকে একটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধারপূর্বক এসআই (নি.) উস্যা মং মার্মা হিরু রাত ০২.১০ ঘটিকায় জব্দ করেন। সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে স্বীকার করে।