নির্বাহী সম্পাদক (প্রথম বুলেটিন) – ইমরান হক
প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করে জাতীয় ঐক্যমত্যভিত্তিক নির্বাচন আয়োজন করা হবে।
সোমবার (৪নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ আইসিটি বিভাগের অফিসে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছি। গত ষোল বছরে ফ্যাসিষ্ট সরকার অসংখ্য অনিয়ম ও দুর্নীতি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পুনর্নির্মাণের কাজ শুরু করেছে যাতে দেশ ও দেশের মানুষ উভয় ক্ষতি থেকে উদ্ধার হতে পারে। তিনি এই পুনর্নির্মাণ প্রক্রিয়ায় নরওয়ের পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন। ”
রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন নিশ্চিত করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে নরওয়ে প্রস্তুত।
নাহিদ ইসলাম বলেন, সরকার উন্নয়নের অংশীদার হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় এবং তথ্য প্রযুক্তি ও মিডিয়ার উন্নয়নে বিনিয়োগ আশা করে।
রাষ্ট্রদূতের সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে জিজ্ঞেস করলে উপদেষ্টা বলেন, এক সপ্তাহের মধ্যে আইন বাতিল করা হবে এবং এর অধীনে দায়ের করা সকল মামলাও প্রত্যাহার করা হবে। তিনি আরো বলেন যে শুধুমাত্র এই আইন নয়, মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টিকারী সব আইন পর্যালোচনা করা হচ্ছে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জোর দেন।
সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ। গত দূর্গা পূজায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এবং ছুটি বাড়ানো হয়। তিনি আরো মন্তব্য করেছেন যে আগের ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের সাথে রাজনৈতিক খেলা খেলেছে, তাদের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে। তাদের আমলে সংখ্যালঘু নির্যাতনের বড় ঘটনা ঘটে থাকা সত্ত্বেও, তারা ন্যায়বিচারের চেষ্টা করেনি।
নাহিদ ইসলাম জুলাইয়ের উত্থানের সত্য প্রচারে নরওয়ের সহযোগিতার অনুরোধ করেছেন, ঘটনাটি ঘিরে বিভিন্ন নেতিবাচক আন্তর্জাতিক প্রচারকে মোকাবিলা করে।
পারস্পরিক স্বার্থ বিষয়ে আলোচনার মাধ্যমে বৈঠক সম্পন্ন হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী, এনডিসি, ডেপুটি হেড অফ মিশন অফ নরওয়ে মারিয়ান রাবে নভেলসার্ড এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।