today visitors: 5073432

পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাকিল হোসেন – পত্নীতলা,(নওগাঁ) প্রতিনিধিঃ

কৃষিই সমৃদ্ধি’ বিষয়কে সামনে রেখে কৃষিসম্পদ উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছর রবি মৌসুমে নওগাঁর পত্নীতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস বাস্তবায়নে এবং উপজেলা প্রসাশনের সহযোগিতায় কৃষি অফিসে এই প্রণোদনা বিতরণ করা হয়।

উদ্বোধক হিসেবে কৃষি উন্নয়নে কৃষকদের উদ্দেশ্যে  পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জান মিলন। 

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহারাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

পত্নীতলা উপজেলায় এ বছর ৭ হাজার ৫২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে প্রথম ধাপে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক কেজি সরিষা বীজ, ১০ কজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।