এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্লা :
কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লার জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা মহানগরীর তিনটি কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩০০০ এর অধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন
কুমিল্লা জিলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মু.হাফিজ উদ্দিন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লামহানগরীর চেয়ারম্যান মু.নোমান হোসেন নয়ন ও ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
ডিসেম্বর মাসে প্রকাশিত হবে।