এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুসলিম উদ্দিন, সাবেক জেলা সমবায় কর্মকর্তা (অবঃ) রত্ন কান্তি রোয়াজা। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় উৎপল চাকমা।
আলোচনা সভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য প্রদান করেন শান্তি রঞ্জন ত্রিপুরা, রফিক উদ্দিন সিদ্দিকী, ভূবন কীর্তি চাকমা, সোহরাব হোসেন, জেলার প্রথম প্রতিষ্ঠিত (১৯৬০) ভাইবোনছড়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি রেমং মারমা।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রত্ন কান্তি রোয়াজা , এস এম মুসলিম উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা সময় দিবসের বিস্তারিত তাৎপর্য তুলে ধরেন এবং সকল সকল সমবায় সমিতির সদস্য সদস্যাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির উদ্দিনসহ বিভিন্ন সমবায়ের সদস্য সদস্যা ও সাংবাদিকরা।
এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।