বাগেরহাট প্রতিনিধি: জিসান কবিরাজ।
শেলাবুনিয়া ধর্মপল্লীর সার্থক রূপকার প্রাক্তন পালক পুরোহিত ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি এস এক্স'র ২৫তম প্রয়াণ দিবসে ১৮ অক্টোবর শুক্রবার সকালে মোংলার সেন্টপলস ক্যাথলিক চার্চে স্মরণানুষ্ঠান হয়। শেলাবুনিয়া ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তবৃন্দের আয়োজনে এ স্মরণানুষ্ঠান হয়।
শুক্রবার সকাল ১০টায় স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার বাবলু সরকার। স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চন্দ্র বিশ্বাস, জেমস শরৎ কর্মকার, প্রাক্তন শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, কৃষিবিদ ফ্রান্সিস হালদার, ডি মারিনো মন্ডল প্রমূখ। স্মরণানুষ্ঠানে বক্তারা শেলাবুনিয়া ধর্মপল্লীতে ইতালিয়ান ফাদার তোমাজেল্লি'র দুই দশকের যাজকীয় দায়িত্ব পালনকালকে ঐতিহাসিক এবং স্মরণীয় বলে মন্তব্য করেন। উল্লেখ্য ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি ১৯৫৬ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত শেলাবুনিয়া ধর্মপল্লীর যাজকীয় দায়িত্ব পালন করেন। স্মরণানুষ্ঠানের আগে সেন্ট পলস গীর্জায় ফাদার ফ্রান্সিস তোমাজেল্লি স্মরণে খ্রিস্টযাগ ধর্মীয় অনুষ্ঠান হয়।###
জিসান কবিরাজ
বাগেরহাট
মোবা:01321960435